মনের কথা শুনতে চাই, মনে যতই না থাকি।
তোমার কাছে হৃদয় আমার দেবে না তো ফাঁকি।
যতই কাছে যেতে চাই, দূরে সরি পরক্ষনেই!
বিকর্ষণ ঠিক এমন যেমন সমমেরু চুম্বকের।
অল্পবিস্তর জানতে পারি, তুমি যেটুকু বলো...
সেইটুকু তে মন ভরে না, জানতে চাই আরও।
তোমার জন্য মন কেঁদেছে, ঝরেনি চোখের জল
যেটুকু জেনেছি সেইটুকু তে নামে কষ্টের ঢল।
আমার কাছে লুকাবে তুমি, এমন ভাবি না কখনো।
নিজের সব গোপন কথা তোমায় বলি এখনো।
তবুও যেন দূরত্ব আছে, বেড়েছে মনের ভার!
প্রশ্ন শুধু করছে এ মন... তুমি কি আদৌ আমার?
ভালবাসি, শুধু এইটুকুই বলতে তোমায় পারি।
অন্য কারো তুমি হতে পারো। আমি তো তোমারই।