বহুদিন বাদে তাকে দেখলাম।
আবছায়া। কল্পনা নয় যদিও।
সত্যিই অনেক সুন্দর লাগছে।

যত্ন পেয়েছে জীবনসঙ্গীর...
হাসির বিচ্ছুরণ তাই বুঝিয়ে দিচ্ছে।
যে হাসিতে একদিন আমি মজেছিলাম,
আজকে অন্য কেউ মজবে তাতে।
হা হা হা...
আনন্দ আর ধরে না।

তাকে দেখে একবার নিজের দিকে তাকিয়ে দেখি...
সত্যিই, বিধির খসড়া কতটা এডভেঞ্চার দিয়ে তৈরি।
সে সুখী, আর আমি তার সুখের দিকে তাকিয়ে সুখী।

একটু কান্না, আর না খাওয়া শরীর,
ঘুম না হওয়া চোখ,
হাওয়ায় ফাটতে থাকা ঠোঁট,
আর মলিন বদন...
হয়তো এটাই চিহ্ন
আমি তার প্রাক্তন!