আমি লিখতে পারি না- নয়তো লিখতাম।
লিখে যেতাম, তোমাকে নিয়ে যা ভাবতাম।
তোমাকে নিয়ে ভাবনা এলে মনে পুষতাম।
তারপর সেই ভাবনা দিয়ে লেখা গড়তাম।
আমি গাইতে পারিনা- নয়তো গাইতাম।
তোমাকে নিয়ে লেখা গান চর্চা করতাম।
সকাল থেকে রাত অবধি সুর সাধতাম।
আর তোমার জন্য গান তোমাকে শোনাতাম।
আমি ভালবাসতে পারি না- নয়তো বাসতাম।
ভালো লাগে তোমায়, এটুকুই বলতাম।
নিজের কথা বলার ভঙ্গিতে তোমায় বোঝাতাম
আজও ভালবাসি যেমন আগে ভালবাসতাম।
আমি পারিনা, কিছুই পারিনা, আমি জানতাম।
তবু তোমার জন্য সব পারার চেষ্টাটুকু করতাম।