আমি ক্রাশ খাই।
প্রায় সবার উপরেই খাই।
ট্রেনে সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে,
সাদা সালোয়ার গায়ে,
কপালে একটা টিপ,
মুখটা গোলাকার আর
গালে একটা কালো তিল!
উপরের হাতলে হাত দিয়ে দাঁড়িয়ে আছে।
তার উপরেও ক্রাশ খেলাম।
আমি ক্রাশ খাই।
ট্রেন ধরবো বলে বেরিয়েছি।
একটা মেয়ে আমার সামনেই হেঁটে যাচ্ছে,
ঘী রঙের পোশাক পরনে।
কোমর অবধি লম্বা কালো চুল।
কাজী মেয়ের মত তার চলন।
তাকে পার করে দেখলাম এক ঝলক।
স্টেশনে এসে তার আসার অপেক্ষাও করলাম।
কিন্তু তার ট্রেনের সময় সে উঠে গেল কামরায়,
আর আমি আমার ট্রেনের অপেক্ষায় রইলাম।
কিন্তু যেই দেখেছি তারে, তার উপর ক্রাশ খেলাম।
আমি ক্রাশ খাই।
বাসে যাচ্ছি।
গন্তব্যে পৌঁছাতে দেরি আছে।
একটা সুশ্রী মেয়ে বাসে উঠলো।
আমার সাথে চোখাচোখি হলো বার দুই।
তার মুখে একটা আলাদা মায়া।
শুধু দেখেই প্রেমে পড়ে গেলাম।
আমি ক্রাশ খেলাম।
আমি ক্রাশ খাই, যেদিকে তাকাই...
ফেইসবুকে গুচ্ছেক ক্রাশ আছে তাই।
কেউ মাঝারি গঠনের, কেউ বা একটু চিকন,
কারো চুল ছোটো, করো কোমর অবধি চুল,
কেউ কবিতা লেখে, কেউ সাংবাদিক,
কেউ আবৃত্তি ভালো পারে, কেউ চশমিশ।
কারও রবীন্দ্রনাথ খুব প্রিয়,
কারো প্রিয়ের তালিকায় দাড়িওয়ালা নেই।
কেউ নাচে ভালো, কারো হাতের কাজ সেই!
কেউ হেব্বি সেক্সী, কারো মুখে বড্ড মায়া...
সবার প্রতিই প্রায় ক্রাশ খাই ভাইয়া!
আমি ক্রাশ খাই, যেদিকে তাকাই...
ক্রাশ ভরা দুনিয়াতে, ক্রাশ এর অভাব নাই।