অহেতুক সময় দিয়েছি তোমায়...
তুমি ভাবো নি এভাবে কেউ আছে!
যদি তোমায় বলি ভালবেসেছি,
তাকাবে কি তুমি প্রেমিকের ধাঁচে?
জানি তুমি আমাতে মজো নি...
শুধু আমার লেখার প্রেমিক হয়েছ।
লেখা ছেড়ে তুমি কি কখনো
আমাকে প্রেমিকা হিসেবে দেখেছো?
আমি মুগ্ধ হয়ে তোমাকেই দেখি,
আর লিখি দু এক কথা তোমায় নিয়েই।
যত প্রেমের লেখা আমার কলম থেকে,
আসলে উৎসর্গ করা শুধু তোমাকেই।
তুমি আজও বুঝলে না আমি প্রেমিকা;
তাই অপ্রেমিকা হয়ে রয়ে গেছি আমি।
আর প্রেমিকা হয়েই লিখে গেছি যত
সব লেখাই হয়েছে শুধু তুমি গামী।