কোথায় বৃষ্টি? কোথায় শীতল বারি বরষে?
গরজে কালো মেঘ দল হলুদ ক্ষেত সর্ষের!
কাঠ ফাটা চৈত্তর- অম্বুহীন এই কালবোশেখি!
তপ্ত দুপুরের শেষে, বিকেলে তো তাই দেখি।
চোখ ঝলসায় রোদে। গরম এ আবহাওয়া।
মৌসুমের পরিবর্তন– এটুকুই তো চাওয়া।
উদাস-ক্লান্ত স্বপ্ন... মাথা দিয়ে ঘাম ঝরে।
সবুজ পাতা মৃত্যু পথে বৃষ্টির কামনা করে।
দিশাহীন পবন; জানেনা কোথায় নামাবে জল!
সবুজ সংকেত দেওয়া গাছগুলো কোথা বল?
রুক্ষ ক্ষতচিহ্ন যত পৃথিবীর বুকে আছে লেখা–
সবুজ তৃণভূমির পরে, মরুভূমি দাঁড়িয়ে একা।
প্রকৃতি হাসছে অট্টহাস্য: সূর্যের শোভায় দেখি তাই।
ডোবা জুড়ে ব্যাঙের কোলাহল, পাখির কুহুতান নাই।
(কবিতাটির নামকরণে সাহায্য করেছে টিনা)