নতুন কবিতা আর আসেনা। ভাবনাগুলো বড়ো বেয়াদব।
শুধু পালিয়ে বেড়ায় মন থেকে, বলেনা আমার সাথে কথা।
জানিনা শেষ কবে গল্প হয়েছিল, ভুলে গেছি সেই দিন।
ভাবনাগুলো আসবে কবে, আবার লাগাবে সবাইকে তাক!

ঘুমের ঘোরে আসতো সে, আসতো গল্প করতে করতে।
কখনো আসতো খাবার সময়, কখনো কনস্টিপেশনে।
কখনো বা পড়ার সময়, কখনো আসতো যখন আনমনে।
আজকে সে আসেনা ভুল করেও আমার মনের স্টেশনে।

ভাবনাগুলো বড়ই অদ্ভুত, কাল্পনিক হয় মাঝে মাঝে।
আবার কখনো বাস্তব কথাও ভাবনা দিয়ে এসে বসে।
কখনো বা দেশের অবস্থা, কখনো বা অন্যের কথা...
ভাবনাগুলো চিনির মত শ্রাবণ মাসে পাকা আনারসে।

কিনতে গেলেও পাইনা খোঁজ, কেমন যেন ভাবনাগুলো!
দোকানে গিয়ে শুধাই যখন, কাকু বলে বিক্রি নেই।
অবাক করা ভাবনা শুধু, মনের মাঝে আসে না আর।
অভাব এমন ভাবনার আজ, বিলোলে বলে, "শিঘ্রী নে।"

এমন করে চললে জীবন, ভাবনা নিয়ে ভাবা দায়।
বলতে পারবে কেমন করে আমি আবার ভাবনা পাই!
ভাবনা ছাড়া ভাল্লাগে না, ভাবনা আমার চাইই চাই।
তবুও যেন ভাবনাগুলো আমার থেকে পালিয়ে যায়...