আর কয়েকটা মুহূর্ত। ব্যাস ছেড়ে যাবো তারপর।
তুমি আর আমি কত স্মৃতি - এখন তা যাযাবর।
আমার সাথে চলে যাবে যত ছোঁয়া আর পাওয়া,
আমার সাথেই তোমার কাটানো মুহূর্ত আজ হাওয়া।
আমি উড়ে যাবো অনেকটা দূর, তোমাকে ছেড়ে!
তোমার শরীর হতে তাই আমার গন্ধ দিও ঝেড়ে।
যত স্নিগ্ধতা ছিল তোমার ওই রূপের সাথে মোড়া...
আজ সব সঙ্গ দিল, হয়ে রজনীগন্ধার তোড়া।
কিছু তুলসী পাতা হয়ে তোমার প্রেম এলো...
তোমার গন্ধ চন্দন হয়ে সারা শরীরে শোভিল।
ব্যাস! কয়েকটা মুহূর্ত আর রয়ে গেছে বাকি।
হারিয়ে যাবো আকাশের সাথে দিয়ে সব ফাঁকি।
মৃত্যু জীবনের শেষ নয় জেনো। ফিরবো আবার ঠিক।
সম্পর্ক শুধু স্মৃতিতে মোড়া। আর বাকি সব আপেক্ষিক।
শেষ একটা কথা বলে যাবো মনে মনে শোনো...
ভুলে যেও এই মৃতদেহ, মনে রেখোনা কখনও।