আমি আবার কবিতা লিখতে চাই।
শুধু লেখার মধ্যেই আমার বাঁচা।
হারিয়ে থাকি শুধু ভাবনার ভাষায়...
ভাবনাগুলো এখনও যেন কাঁচা।
ভাবতে বসি আবেগ নিয়ে শুধু...
আবেগ দিয়েই ভরা ভাবনার সব।
ভাবনা যেন এসে যায় উদুম,
আজকে তাদের বন্ধ কলরব।
নিস্তব্ধতা ভেঙে আবার শুরু হবে,
আওয়াজ করবে আমার সব লেখা
লেখা যেন আমাকে এবার বাঁচাবে
বদলে দেবে ভাগ্যের হস্তরেখা।
লেখা ছাড়া আমি যেন এক মৃত!
দেহ থেকে ছেড়ে গেছে যেন প্রাণ।
লেখার মধ্যে বাঁচবো আমি তো...
নিজেকে বাঁচানোর চেষ্টা করি আপ্রাণ।