মুক্ত বাতাস খুঁজে ফিরি শুধু চার দেওয়ালের অন্দরে...
বদ্ধ ঘরে অন্ধকারে আটকে থাকি তাই ভাগ্য ফেরে।
আবেগ জমিয়ে ছন্দ ভাজি, কবিতা লেখার শখ জাগে।
ভোলেনাথের অনুগ্রহে জমে যায় তা আগেভাগে।
চেষ্টা করি। কল্পনাতে সূক্ষ্ম মাত্রার শব্দ লাগাই।
মাটির নাম মাটি দিয়েই অল্প অল্প গল্প চাগাই।
অসহায় হয়ে পড়েছি আজ ছন্দ মেলেনা ভাই...
কেমন করে শব্দ দিয়ে ভালো থাকি কবিতায়?
দুঃস্বপ্ন দেখছি যেন: কবিতাহীন হয়ে গেছি প্রায়!
জানিনা কিভাবে মুক্ত হব! মুক্ত বাতাস খুঁজছি তাই।
যা আসে মাথায় লিখে লিখে যাই, শব্দের পর শব্দ মিলিয়ে।
ছন্দ মাত্রা জ্ঞান নাই আজ, এভাবেই দিচ্ছি গিলিয়ে।
কবিতা আমার ক্ষতের মলম, মনখারাপের সঙ্গী।
আঁকিয়েদের রং তুলি যেমন, যেমন গাইয়েদের গীত।
কবিতা আমায় কুঁড়ে কুঁড়ে খায় কবিতা বাঁচার মন্ত্র শেখায়।
কবিতা ছাড়া কল্পনাকে কেমনে রূপ দেবো বাস্তবতায়?
কবিতা ছাড়া সরণ শূন্য; গতিবেগও শূন্য আমার।
একই জায়গায় ঘুরে ফিরে আসি: প্রভাব কবিতার।