আমি সিঙ্গেল তাই আমার কোনো ক্রাশ নাই।
ফেসবুকে দু তিনটে প্রপোজ পেয়েছি ব্যস,
সামনাসামনি কেউ আজও প্রপোজ করলো নাই।
আমি সিঙ্গেল তাই। আমার কোনো ক্রাশ নাই।
আমিও কয়েকজন কে প্রপোজাল দিয়েছিলাম।
কেউ হেসেছিল, কেউ বা করেছে আমায় ব্লক।
সামনাসামনি আমিও প্রপোজ করি নাই...
আমি সিঙ্গেল তাই। আমার কোনো ক্রাশ নাই।
রাস্তাঘাটে দেখি কতজন প্রেম করে যায়...
আমারও তো এমন ইচ্ছে হয় নাকি...
কিন্তু আজও আমার কোনো প্রেমিকা জুটলো নাই।
আমি সিঙ্গেল বস, আমার কোনো ক্রাশ নাই।
ক্রাশ ক্রাশ হাসি দিয়ে আমার প্রতি
রাস্তায়, বাসে-ট্রেনে, কলেজে কতজন তাকায়
তবুও আমি সিঙ্গেল, আমার কোনো ক্রাশ নাই।
দু-তিনটে হালকা গোছের ফ্লার্টেশনশিপ ছিল!
প্রেম তাদের বলা যাবেনা একদমই...
যদু বাবুর কথায় সেগুলো অল্প বয়সের ‘কুড়কুড়ানি’
সেগুলোকে প্রেম তো বলা যায় না
তাই আমি সিঙ্গেল, আমার কোনো ক্রাশ নাই।
ঠিক এটাই যখন স্ট্যাটাসে আমি দেবো...
ক্রাশ ক্রাশ বলে চিল্লিয়ে একটু ভিড় হবে ইনবক্সে
তবুও তাদের বাস্তবিকে ক্রাশ বলা যায় নাই...
তাই আমি সিঙ্গেল। আমার কোনো ক্রাশ নাই।
জীবনটা প্রেমলি শুরু হতে গিয়ে
সম্পর্কটা যায় ভাই-বোনের মত
ভালো লাগলেও সেখানে বলা যাবে নাই
“আমি যে তোমার উপর ক্রাশ খাই!”
তাই আমি সিঙ্গেল। আমার কোনো ক্রাশ নাই।