আমার কবিতা ভার্সেস আমি যদি দেখি-
কেমন যেন অবান্তর তুলনা হয়ে যায়।
লোকজন কবিতা হয়তো ভালবাসবে,
আমার অস্তিত্ব যেন রয়ে যায় ফাঁকায়।
আমি তাই তুলনা করতে চাই না আর...
তবু কিছু ক্ষেত্রে তুলনা হয়েই যায়...
লোকজন লেখা পড়ে আমার কথা ভাবে,
কিন্তু লেখার সাথে আমার মিল নাই!
হাতির খাওয়ার দাঁত আর লম্বা লম্বা দাঁত,
দুটো আলাদা রকমের হয় বরাবরই।
আমিও যেমন লিখি আর আমি যেমন থাকি-
দুটো আলাদা হলে কী বা করবারই!
দুটো যদি অপশন থাকে হাতে...
একটা আমার লেখা আর একটা হই আমি,
লোকজন ঠিক বাছবে আমার লেখা,
ফাউ হয়ে শুধু পড়ে থেকে যাবো সেই আমি।
তাই তুলনা করার ইচ্ছেটা না হওয়ায় ঠিক,
লেখার প্রতি শুধু প্রেম নিয়েই বাঁচবো।
লেখার প্রতি আর শত্রুতা করে কী হবে?
শুধু লিখে যাবো আর আমি হাসবো।