চাওয়া-পাওয়ায় বাঁধা প্রেম
তবু ভালোবাসার খাঁকতি,
চেয়েও পায়না পাওনা,
ভালোবাসার চাবিকাঠি।
প্রেমের কথা, আজকে কোথা?
শুধু জীবন নিয়েই খেলা;
মনের মিল হাওয়ার ভাষা,
বুঝতে যায় বেলা।
আশা শুধু আশেই বাড়ে,
মিটে শুধু অপ্রেমেই।
কোষ্ঠকাঠিন্য আর অঙ্কের ভাষা
অনেক শ্রেয় জানে প্রেমীই।
আজকের প্রেমের গুণগানে
চাওয়া-পাওয়া-প্রত্যাশা।
প্রেমীর প্রেম হিমেল হাওয়ার
সুপ্ত ধোঁয়াশা।
লাভার মতো তপ্ত কামে
শুষ্ক অঙ্গার তার,
আজকের প্রেমে চাওয়া-পাওয়া
শুধুই অঙ্গীকার।
প্রেম কারে কয়?
জানা কয়জনকার?
না জেনেই করে প্রেম,
করে মিথ্যে অঙ্গীকার!
গুনীর কদর গুণী করে
প্রেমীর কদর প্রেমে
ভাবনাগুলো হারিয়ে গেছে
মিথ্যে প্রেমের নামে!
আজকের প্রেমে শুধুই অছি
চাওয়া-পাওয়া-প্রত্যাশা।
হাজার চেয়ে পাওনার ফর্দে
নেই যে ভালোবাসা।
---- কলমে কান্তি