আমার অভিমান দিয়ে ভালবাসি তোমায়...
আমার অভিমান দিয়ে স্বপ্নে সাজাই...
আমার অভিমানে ভরা সব কবিতাতে
শুধু তোমাকে নিয়ে ছন্দ মেলায়।
আমার ভালো লাগে শুধু অভিমানে থাকতে,
আমার অভিমান দিয়ে প্রেমের বাসা গড়তে,
আর অভিমান দিয়ে তোমায় ভালবাসতে,
আর শুধু অভিমান, অভিমান নিয়ে থাকতে।
আমি অভিমান দিয়ে প্রেমপত্র সাজাই,
আমি অভিমান দিয়ে গাই প্রেমের গান,
আমার কবিতাতে আজকে শেষ সম্বল
তোমার উপর করা হালকা অভিমান।
ভালবাসি বলে অভিমান করি বারবার,
বুঝেও বোঝো না তুমি এতদিন পরেও!
কী হবে আর ভালবেসে কষ্ট পেয়ে...
প্রেম পাইনা একটুও অভিমান করেও!
তবু অভিমান থেকে গেছে অল্প জমে,
সেই অভিমানের বসে লিখছি আজ,
তোমায় ভালবেসে যাওয়া ছাড়া
আমার সত্যি আর নেই কোনো কাজ॥