আজকাল বড্ড বেমানান লাগছে তোমায়।
আগের মত কি আর হতে পারবে না?
যেমনটা দেখে প্রেম নিবেদন করবো আবার;
আর তুমি আমাকে আবার ভালবাসবে না।
আজকাল আর সেই তুমি টা একদম নেই;
যে আমাকে ফ্রেণ্ডজোন করে দিত বারবার।
আমি তাকে মিস করি তৃষাতুর পলকে...
সম্ভব হবে কি সেই তুমি কে ফিরে পাবার?
আজকাল সেই তুমি টা মিস করি খুব -
যে আমাকে মিস করতো, ভালো না বেসেও!
সময়ের কী পরিহাস দেখছি বলো...
মনে পড়ে না একসাথে অম্লান হাসি হেসেও।
আজকাল আমি আমাকেও মিস করছি। জানো?
তোমার কথায় ভাসতাম স্বপ্নের ভেলায় কেমন!
না জানি, ঘুম ভেঙে স্বপ্নও গেছে দূর তেপান্তরে;
ঠিক তুমিও চলে গেছো আমায় ছেড়ে যেমন।
এই তুমি টা আমার অকাঙ্খিত ছিল বরাবর।
তাই এই তুমি টা বেমানান আমার কাছে।
তবুও এর সাথেই আমাকে মানিয়ে নিতে হবে,
আবার স্বপ্নে ভাসতে চলে যাই আমি পাছে।