করোনা আসলে তুমি কে
হঠাৎ এসে নাড়িয়ে দিলে পৃথিবীকে
কেড়ে নিলে লাখো মানুষের প্রাণ
তোমার কি নেই কোন দয়া মায়ার টান
তুমি কী সত্যিই মহামারী গজব প্রকৃতির
নাকি মনুষ্য সৃষ্ট আধিপত্য কায়েমের কুৎসিত হাতিয়ার
এ প্রশ্নে পৃথিবী আজ টালমাটাল
করোনা একি এক ভীষণ আকাল
তোমার করাল গ্রাসে কতো প্রাণ ঝরছে রোজ
মনুষ্য সভ্যতায় তুমি দগদগে ঘাঁ গড়িয়ে পড়ছে পোঁজ
করোনা তুমি কি প্রকৃতির রোষ
এসেছো কি শুধরাতে পৃথিবীর মানুষের দোষ
শিখিয়েছো মানুষকে ধ্রুব এক সত্য
পৃথিবী শুধু একার মানুষের করে না দাসত্ব
বলেছো ডেকে-হে মানুষ, প্রকৃতিকে অবহেলা করো না
ক্ষেপে গেলে প্রকৃতি ভৈরবী কাউরে করে না করুনা
রাত ১.৩০
এপ্রিল ২৯, ২০২০
আজাদ কুটির, হলদিয়া পালং,
উখিয়া, কক্সবাজার