‘কবি, কবিতা আর বাঙলা’-এখানকার কেন্দ্র মৌল বৈসাদৃশ্য ভূগোলত্ব
সত্য যে, বাংলার ভূগোল আছে; কবি, কবিতার ভূগোল নাই
যদি হতো-কবি, কবিতা আর বাংলার ত্রৈধমেলবন্ধন
বাংলা হয়ে যেতো-কবি ও কবিতা
আমরাও হতে পারতাম কবি ও কবিতার মতোন
বিশ্বভ্রহ্মান্ধের অথবা মহাকালের স্থায়ী বাসিন্দা
তখোন, ভুলে যেতাম- বাংলা তো বাংলার মধ্যেই কেবল
সীমাবদ্ধ। তবে, না ভুলতাম-৭১’র রক্তঝরা ট্রাজেড়ী
নিত্যদিনের প্রথম প্রহরেই প্রণাম করতাম-বাংলার লাল সবুজ পতাকা
হয়তোবা না দেখতাম-আত্মছবি; আঁকতাম মাটি
প্রকৃতি ও মানুষের আদর্শ
শেষতক, খুঁজে পেতাম-স্বাধীনতার গোপন সংজ্ঞা
==
১৯ আগস্ট ২০১৪,
ঢাকা কমিউনিটি কলেজ এন্ড হাসপাতাল
বড় মগবাজার, ওয়ারলেস রেলগেইট,ঢাকা