মনুষ্য কাঠামোই কেবল স্থির
অদেখা যন্ত্রণায় কাঁদে মন, ভেতরে অস্থির
বুকের গহীনে হৃদপৃন্ড ছটফটায় চিত্কারে
এখানে-ওখানে ঘুরে ফিরে খুঁজি কারে
নাঠাইহীন ঘুড়ি হয়ে উড়ি আকাশে
বিশ্বজগত্ তন্ময়ে ঘুরি ঘুণিবেগ বাতাসে
আমি আর পারি না আত্নাকে রাখতে ধরে
বলো ঈশ্বর-বসে না কেন মন ঘরে