নদী ও নারী এক হতে দেখি না আর, নগর ও নারী গেড়েছে
ঐকিক সভ্যতা। নগরে ঘ্রাণ নেই, থাকবে কী আর নারীর
মনোনগর হতে ওই দু’নিয়ামককে তালাক দিয়েছি বহু আগেই
তাই, এক বাক্যে বলতে পারি
বিষাদীয় শূণ্যতার মাঝেও আছি বেশ
এভাবে কাটাবো চিরায়ত সময়-মহাকাল
একদিন নারী ও নগরীর নগ্নতা নস্যাৎ করে ঠিকই
বিনিমার্ণ করবো সুন্দর
প্রাণময় বিশ্বায়ন
বিশ্ববুকে এঁকে দেবো তখোন-
সবুজাভ-অলৌকিক স্থায়ী সত্যায়ন