বাঁকখালীর বাঁকে বাঁকে লোভাতুর বিড়াল
পুষনি তাদের, মন্ত্র:পুত করেছ শঙ্খ ও শামুকে
শুকরাক্রমনে তছনছ সবুজ ঝাউ-বন-বীথি
প্রতিবাদী পরশ হাতে বিনাশ শূকর
তবু কামড় দিতে চায়..
ঝাউবনে রাখি শোঁকের আঁচল
সেই থেকে নদী আমি, সমুদ্র আমার
একদিন রুপালী কামড়ে- সোনালি ঝলকে
নীল সাগরে জাহাজের ভোঁ ভোঁ জেগে ওঠে
তারও পরে একদিন সবাইকে চমকে
দেখালে শবের হাসি
সেই থেকে আত্মসিদ্ধ আমি