নগ্নপদে অন্ধকার হলের নিচে
কোঁকড়ানো চুল গালিচায় ক্রেপ্টের মতো ইঙ্গ-মার্কিন
স্টোর ফ্রেমে পূর্ব পুরুষের ছবি
দরজায় ইঙ্গ-মার্কিন, কানে আমার আশার ফুলকি
তাদের কন্ঠে গর্জন স্বত্বেও শুনতে বাধ্য!
দূরে শত গ্রহ গাজার শত শত নারী-শিশুর আর্তনাদ
আমি তাদের কাছ থেকে অনেক দূরে
তবু আমি নিজেই আশ্বস্থ-আমি মানি না
যারা আত্মাশেডিংয়ে অভ্যস্থ
তারপর,
আমি জানতাম আমার ছিল একক ডমিনো
তারা ছিল যাযাবর
কালের বিবর্তনে তারা আমাদের ত্রাণ কর্তা!
নাকি যাযাবর শ্রেণীর আগ্রাসন
উত্তর সূরীদের মতোন ঝাঁকিয়ে উঠি
তাদের কী পতন ঘটবেনা
আবার আমি
আমার গোলাপী শয়নকক্ষে
জ্ঞানপাপীদের ইঙ্গ-মার্কিনীর পক্ষে
‘আরে ধুত্তরে ফিলিস্তিনি’ শুনতে পাই
আমাদের খেয়ে সাম্রাজ্যবাদের দালালী-
-আমাদের শোষণ করে
যারা শাসক হতে চায়
তারা কী করে শোষিতের পক্ষে থাকবে