সবুজ, সবুজ মাঠে হামাগুড়ি
ভালোবাসা রক্ত শুষে নেয় বুকের
মানুষ স্বপ্নবস্তু বিসরল হারিয়ে ফেলে
তবুও সবুজ জন্মায়, বুকের ভেতর লাল রক্তে
যদি এসে দাঁড়ায় সেই স্নিগ্ধ মেঘপুত্র
চোখের সামনে দু’জোড়া নয়ন
খসিয়ে নিয়ে যায় দ্রোহ-দুঃখপীড়িত বর্ণলেপন
এই যে ছেলেবেলাকার রেজু নদীর বুকে
মাছের রেণুর মতন স্বচ্ছ জীবনধারা নিয়ে
সাঁতার কেটে যায় বৃষ্টি-
আমিও দৃশ্যমান-
তারপরও কতকাল যে হয়ে গেল
মায়াবী নীল আর লাবণ্যময়ী সবুজ
ভ্রমণ তৃঞ্চাবিহীন দু’জনার