গন্তব্যে চলে গেছো তুমি
পড়ে আছি মহাশূন্যে
ইউরেনাস চলে যায়
ফিরে আসে সূর্যের সংসারে
মার্শিংয়ের বৃত্তাবদ্ধ জল
সমতল ছুঁয়ে ছুঁয়ে মোহনা সংগমে
অতঃপর সমুদ্র আকাশ হয়ে
ফিরে আসে মৃত্তিকা শরীরে
তোমার অপক্ষোয় রাত জাগে বাদামী পুরুষ
শতাব্দীর সিক্ত চাঁদ দিগন্তে মিলায়
সভ্যতার হাজার বছর উড়ে স্মৃতির হাওযায়
তুমি শুধু সুদূরের নারী...
অন্ধকার ডাক দেয় ফিরে এসো রাত
ইন্দ্রানী সেনের মেঘলা কন্ঠস্বর কাঁদে
আমার হৃদয় ভাঙে
ভেঙে ভেঙে জোৎস্নায় ছাই হয়ে যায়।