দক্ষিণা জানালায় জেগে আছে চাঁদ
চৈতি হাওয়ায় ভেসে যায় মেঘ
কোন দূর অজানায়
ক্লান্তির খরা কাটে না চোখের পাতায়
মনে হয় কোথাও নির্বাসনে আমি
তবু কাকতাড়ুয়ার পোশাক পরে
তোমার অপেক্ষায় আছি
নীলাভ আকাশে কী তাঁরা ফোটে না
হেমন্তের কুয়াশা ঢাকা সন্ধ্যায়
স্মৃতির পাখিরা কী তিতিরপাখি মতন
ফিরে আসেনা বাঁকখালীর বাঁক ফেরানো সে’
মহেশখালী চ্যানেলের মোহনায়