"""এগিয়ে গেছো"""
"""""""""""""""""""""""""
এগিয়ে আছো উদ্দেশ্য ভুলে,
মুখে নিয়েছ মিথ্যা তুলে।
বলেনি কি তোমায়?
হেথা কোনো দাম নাই;
বায়ু হীনে ওই সাড়ে তিন হাত
অট্টালিকা।
না জানি কোন দিনে,চলে যাবে
অন্ধকারে হয়ে চিরহীন দীপশিখা।
রুহু দানে, সেই মহিয়ানে,নিয়ে এক আশা,
প্রেরণ করিয়াছে পৃথিবীতে রাখিতে তাঁর
ভালোবাসা।
তা না করে তুমি,
দূষণ করে ভূমি।
এগিয়ে গেছো অনেক অনেক অনেক দূর,
গেয়ে গেছো তুমি নিষিদ্ধতার সুর,
বুঝিতে পেরেছিলে সেটা অপরাধ;
তবু ফিরে আসোনি, অতিক্রম করে
অন্যায়ের সুউচ্চ বাঁধ।
পৌঁছে গেছো শেষ বিচার দিবসপুর।।
আরশে আজিম সাত আসমানের ওপর,
ডানে নয় বামে গেছো,গহিন অনলের ভিতর।।
(২৫/১১/২০১৮)