"কৃপণতা চায়"
দিনে রাতে করো উপার্জন;
পাহাড় সম অগাধ ধন।
ক্ষয়ে যাবে নিমেষে,
পলক পড়ার শেষে,
বাতাস মুনির বেসে,
খলখলিয়ে হেসে,
যদি চক্ষু আঁটা না থাকে মন।।
টাকাপয়সা নয়,
নয় আরও জমি জায়গা,
ধন সম্পত্তি।
এসব নয়!
যাহাতে থাকে না আপত্তি।
অপচয় করিতে হয় নাই  বিপত্তি!
এ তো রবের বোল,
নিত্য দিনের আমল।
পাহাড় সম করিলেও এ ধন
কৃপণ হীনে উপার্জন।
ক্ষয়ে বহে নিমেষে,
চলে যাবে শেষে
গহিন অনলে,তাই
অপচয় নয়, এই ধনে
কঠোর কৃপণতা চায়।
(২১/১০/২০১৮)