"বলতে চায়"---কালাম হাবিব
আমিও শুনেছি ৭১এর বিজয় ঘটনা,বঙ্গবন্ধুর কালে।
রক্ষা করতে মাতৃভূমি,
বয়েছে রক্তের স্রোত নদী হয়ে লালে।।
শোনো হে বঙ্গ বাসী,একটু কর্ণ পাশে আসি
বলি তোমাদের প্রতি বঙ্গবন্ধুর লহনা।
আজও মাতৃ রূপে রক্ষা করো
দাও মাকে যোগ্যতম বস্ত্র ও গহনা।।
ভুলো না ও হে বঙ্গ বাসী, বঙ্গবন্ধু কে ভুলনা।
সেতো বঙ্গবাসীর মাথার মুকুট, নাই কো তাঁর তুলনা।।
কার রক্তে মুক্ত এ দেশ? কোন কারিগরের গড়া?
শুধু কি শেখ মজিবুর, এম এ হান্নান, আর জিয়াউর রহমান?
না না না,তা তো নয়, আরও রয়েছে শত শত বীর যোদ্ধা আর জনগণের জীবন দান।।
সেই দিন স্মরণ করো,
মাতৃভূমিকে আঁকড়ে ধরো।
আজও চাই ঘরে ঘরে, শেখ মজিবুরের মতো করে, কোটি কোটি সন্তান মা।
নতুন করে গড়ে তুলবে শান্তিময় সোনার বাংলা,
শেখ হাসিনা ও খালেদা জিয়ার মতো মহিলা নেত্রী না।
নেতৃত্ব দিলে মহিলা নেত্রী , বাংলা যাবে ক্ষয়ে।
বলে গেলাম আমি, ভারতবাসী হয়ে।।