"তোদের জন্যই আজ"
    কালাম হাবিব
""""""""""""""""""""""""""""""
তোদের জন্যই হয় কলুষ দিন,
তোদের জন্যই দেহ হচ্ছে প্রাণহীন!
তোদের জন্যই আজ এত বুলেটের উৎপাত,
তোদের জন্যই স্বদেশ মায়ের বক্ষে অস্ত্রাঘাত।
তোদের জন্যই  বয়ে লাল হয়ে নদী ও খাল,
তোদের জন্যই মাঝির নৌকাই ওঠে না পাল।
তোদের জন্যই আজ কত ঘরে অন্নের ফাকি,
তোদের জন্যই কত ঘরে আজও সুখের বাকি।
তোদের জন্যই আজ কত প্রাণ বজ্য জমাট,
তোদের জন্যই ডুকরে ডুকরে কাঁদে পথঘাট।
তোদের জন্যই কলম আমার উঠেছে জেগে,
গর্জন করে তোদের মুখোশ খুলতে গেছে রেগে।
তাইতো বীর সেনাদের নিয়ে তুলেছি প্রতিবাদ,
যারা তোদের ভাবনায় পেলে আজ অস্ত্রাঘাত।
দেশ চালানো নয়,তোদের স্বার্থ বজায়ের ভঙ্গি,
তোদের ইশারায় তাই গড়ে ওঠে সন্ত্রাস জঙ্গি।
তোদের জন্যই আজ জঙ্গিবাদের সন্ত্রাসী ফন্দি,
তোদের জন্যই কত প্রাণ আজ তাই মৃত্যে বন্দি।
তোদের জন্যই শান্তি ক্ষয়ে আজ দুঃখের গতি ঘোর,
তোদের জন্যই আজ কাটে কত চক্ষুর অঘুমে  রাতভোর।