(৩৯)★রাস্তার কুকুর ★
{(১০/০৯/২০১৮)}
কুকুর,সারাদিন থাকো অকাজে।
সময়ে হয়তো কিছু করো,
কখনো কখনো সঠিক তুলে ধরো।
কিন্তু তুমি আচ্ছা পাজি,
তোমার লেজ, কখনো হয় না রাজি।
গোটা দেশ শুদ্ধ কাবু তার রাজে।।
আরও তোমার ঘ্রাণ
তা থেকে পাইনা কোন ত্রাণ।
ডাস্টবিন,
সেথা ঘেউ ঘেউ আর দল গড়া,
সবরই মাঝে লেজ নড়া।
মিরাক্কেল!
কিছু কিছু লোক ব্যস্ত,
মন করিয়া আসস্থ,
তোমার অনুসরণে, অনুকরণে।
ব্যস্ত নয় আমি তাদের বারনে।
আমার শুধু একটা খোঁচা,
আনতে তাদের স্মরণে।।
শক্তি থাকতে দল গড়ো,
যেখানে সেখানে ঘেউ ঘেউ করো।
নিঃস্ব অসহায় হওয়ার কারণে,
ডাস্টবিনের ধারে
রাস্তার ওপরে
তুমি কিন্তু ধুকে ধুকে মরো।।
------------------------ (সকাল৬টা৪৫মিনিট)
(কালাম হাবিব)
সাহাবানচক,
বেদরাবাদ,
মালদা)