“পাথর ভাবে ”
""""""""""""""""'""
সবুজ প্রান্তর পেরিয়ে কুটির গাঁয়ে প্রবেশ,
“প্রকৃতির প্রাণ অজ্ঞাত জড় পবিত্রায় শেষ”
দেব নগরে দেবতার উপস্থিতির অভাব!
পাথর পুজে মোক্ষ খুঁজা অজ্ঞাতদের স্বভাব।
গ্রামে নেই গাছের ছাড়া,পাথর বসায়ে,
পুণ্য জমায় সিঁদুর দিয়ে কপাল ধ্বসায়ে!
শহরে সুশিক্ষিত কংক্রিটের ধর্মশালা,
“অন্তরে ভাসে কালো লিঙ্গ গোয়ালা”
উদার হস্তে পুণ্য তোলে,
মানবতার কর্ম ভোলে।
তামাশার জায়গা পাইনি ধর্ম করে মাতায়,
কি আছে কি নেই খোঁজেনি কর্মের খাতায়।
গাছের তলায় পাথর বুঝি করে হায় হায়!
কি করে কথাবলা পশুদের মানুষ বানাই?
[০৪/০১/১৯]