"সত্য দুঃখে সুখ"
(কালাম হাবিব)
"""""""""""""""""""""""""""""""""
সত্য জেনে মানো যদি
আরেক জীবন আছে,
তবে এই প্রশ্ন আসবে না
তোমার মনের কাছে।
সুখটা যদি যাইতো কিনা
কিনতাম সবার আগে,
আল্লাহর দোয়ায় এ প্রশ্ন
মস্তক ছেড়ে ভাগে।
সত্য হয়ে দুঃখের পথে
জীবন যদি জাগে,
সেই সুখ কিনতে বলি
পয়সা নাহি লাগে।
এখন যদি সত্যে গিয়ে
ভরিয়া পাও দুঃখ,
জেনো তবে পরের জীবন
পাবে হাজার সুখ।
এইতো নয় মুখের বচন
মহান রবের বাণী,
তাই আমি দুঃখের মাঝে
হাজার সুখ মানি।