★বিরহ★
              (২৯/০৯/২০১৮)
______[]কালাম হাবিব[]_____
তখন তুমি  কি ভাবিয়া ছিলে?
এখনই বা কি সিদ্ধান্ত নিলে?
তুমি কি এখন পাগল, না  ভোলা ভুলো?
তোমার কি মনে নেই?
সেই...ক্লাস এইট -নাইনের দিন গুলো!
আমি এখন যদি তা মনে করিয়ে দেয়
চোখে চোখে রেখে,
বন্ধু বান্ধবীদের সঙ্গে থেকে।
করে ছিলে পরিচয়,
তবে আশা কি ছিলোনা তোমার?
সম্মুখে ঘটুক মোদের পরিনয়।
কেন বিরহ বিচ্ছেদ বদ্ধস্বার?
তুমি ছিলে আলগা ভাবে
মজার বেড়াজালে।
আমি অপারুক,
সে দিকে ছিলনা তো বুক,
চাইনিও আমি মায়া ভবে সুখ।
এখন সাঁড়া দেয় মন,
খুঁজিয়া যায় আপন।
ছিলনা নাকি তোমার হাসি,
আরও দেখার, বোঝার মতো
দুটি কাজল মাখা চোখ!
তখন ছিলনা বেদনা রাশি!
ছিল রঙ্গ তামাশা কত!
খুঁজি নিকো কোন তোমার মতো লোক।।
বুঝি নিকো তখন,
আজিকের দিনের মন।
হৃদয়ের গহিন ব্যাথা দোহ,
কাটিছে মোর দিন তোমার বিরহ।।