““ বাতিলের স্থান””
""""""""""""""""""""""
কোরান — সুন্নাত দেখেনি!
সত্যি টাকে লেখেনি,
এই তো ছিলো মনের বাহার।
সত্যি টাকে লিখতে গেলে,
ব্যবসা পড়তো গর্তে হেলে,
জুটতোনা তাদের মুখের আহার।।
সত্য কিছু বোঝে নি,
রবের আশা খোঁজে নি।
করেছে শুধু মার্কেট বাজার।
চলেছে মনের সুরে,
ঈমান ফেলে অনেক দূরে,
গেছে শত শত হাজার হাজার।।
আক্কেল হারিয়ে সমস্ত,
হয়ে ইনকামে ব্যস্ত।
বইয়ের পাতায় পাতায়,
টাকার হিসেব করে,
মিথ্যা দিয়ে ভরে,
ডিগ্রী ধারী লোক মাতায়।।
তারি হাওয়া বয়ে এসে,
এখন সবার মাথায় মেশে।
হয়ে গেছে চির অন্ধ!
ইসলাম তারা বোঝে নি,
ঈমান কভু খোঁজে নি,
করেছে জান্নাত বন্ধ!
খোলা পেয়েছে জাহান্নাম!
তাই ভুলে গেছে ইসলামের দাম!
তরী হীন সাগর ভ্রমণ!
যেমন তেমন করে,
ঠাট্টা তামাশায় ধরে,
পথ চলেছে এখন।।
সত্যি কিছু পেলে,
মিথ্যা ধরে মেলে।
দেখায় তারা মেজরিটি!
দুর্বিপাকে পড়ে,
মিথ্যা দেয় গড়ে,
দেশ, গ্রাম শহর-সিটি।।
তাদের বেশির ভাগ কাম ;
বয়ে চলে লয়ে বাবা দাদার নাম।
ফিৎনা ফাসাদে ভরা ;
করে উদ্দেশ্য হীন কর্ম;
গড়তে চাই শান্তি পূর্ণ ধর্ম,
নিয়ে আমল মরা!
আল্লাহ রসুলের বাণী না নিয়ে!
জান্নাত চাই মনের আবেগ দিয়ে!
এই তো আজ চলছে বাতিলেরা;
মন রয়েছে শয়তান দিয়ে ঘেরা।
বয়ে চলেছে গুনাহর বোঝা।
আর চাই জান্নাত, জান্নাত চাই,
আমি ডাক দিয়ে বলি ভাই,ওভাই
শোনো, জান্নাত কি অতো সোজা?
ধ্বংস হবে আর জাহান্নামে জ্বলবে!
তখন হয়তো সত্যি গুলো বলবে।
সময় থাকতে বল রে বল!
ফাঁকি দেবার কিছু নাই,
আল্লাহ তো সবই দেখতে পায়,
চোখখুলে তাই আল্লাহ,রসুলেরপথে চল!
আল্লাহ যে বলেছে ভাবতে হবে তাই!
জাহান্নাম ছাড়া বাতিলের স্থান নাই।।