(1)   ???.....মাস্টার
আছে সেই এক জন মাস্টার।
হাসি খুশি মনে সে, ঘরে ঢোকে নিয়ে চক ডাস্টার।।
মনে মনে নিয়ে আনন্দ, আসে নড়ে চড়ে।
কিছু একটা বলে সে ধপ করে চেয়ারে বসে পড়ে।।
ছেলে মেয়েদের প্রতি আবেগ ভরে সে যে এক মাস্টার।
মোটা সোটা বডি আর গোঁফদাড়ি প্লাস্টার।।
হাবা গোবা মনে তার প্রেম প্রেম চায়।
চাঁদের কলঙ্কে বসে বসে ক্ষীর খায়।।
চেহারাটা সুন্দর, পড়ায় সে ভালো।
কারো মনে সুর তালে,
কারো মনে আগুন জ্বালে,
কারো মনে রাগের সাথে জ্বলে ওঠে আলো।।
কেউ ভাবে সে এক নস্টপর।
তার মন গোনা কস্টকর।।
সে যে এক মাস্টার।
মায়া ভব মন তার।।
ভেবে ভেবে যতই করুক সংশয়।
সে যে এক মহাশয়।।
চেপে খুলে কাজ তার।
??????.......নাম তার।।
[কালাম হাবিব]
[২১/০৬/২০১৭]