★ আমারও মন আছে★(৩৩)ত্রিপদী
(০৯/০৯/২০১৮) ৬.৩৬ a.m
ভাঙিয়া জীবন বারোর নাশা!
নিয়া মনে মহা প্রলয় আশা,
গিয়াছি উচ্চ শিক্ষালয়ে।
মনে না নিয়া বিরতি,
সদা চাহিয়া আরতি,
আল্লাহ কে গেলাম কয়ে।।
করিয়া কত পরিশ্রম জোর,
ঘুম তাড়িয়া রাত ভোর,
কস্টকে মুই না করিয়া স্মরণ।
মুই যাই এক জায়গায় ফাঁদিয়া,
হাত দেখে মোর ধাঁধিয়া,
অনায়াসে না আসে মরণ।।
সময় নিয়া মুই আধা,
লিখিয়া যাই গাদাগাদা,
উচ্ছাশিত হইয়া।
বাড়ি আসিয়া ঘুরি ফিরি,
আনন্দ নিয়া শিরি শিরি,
ভবিষ্যৎ এর সুখ স্মরণ লইয়া।।
ভার্সিটির নাকি টিচার গণ,
জীবন দিবে লয়ে নিজের মন,
এইতো শুনি দেখি আমি দিবানিশি।
ভাবিয়া আমি জীবনশুদ্ধি,
ঠিক করিয়াছি চিন্তা বুদ্ধি,
তা আমি ধ্বংস করবো হয়ে বিনাশী।।
করিলাম কত কস্ট আমি,
বলে, হইবো আমি বিপদগামী,
কয় মনের গরম লয়ে।
তোময় না চুমি,
সরাই যদি ভুমি,
তখন চলবে কারে কয়ে।।
এইতো তোমার ভুল,
হইয়াছো কেন্ মনকূল,
এইকি তোমার শেষ।
যদি ভাবিয়া আমি কই,
আমিও হাতে অস্ত্র তুলে লই,
বুঝিবে তখন মনের বেস।।
রবে তুমি বাহানাধীন,
ভুল করিয়া সীমাহীন,
ফারমাইয়া কতশত।
দেখাই যদি মনের জোর,
খুলিয়া তোমার মনের দোর,
করিয়া আমি রত।।
সবার মনে বাধ্য হইয়া,
যাইতে পারো একথা কইয়া,
সেটাই মোরা মানবো।
খাতা লাগিবে পরীর আঁকা,
ভরিয়া দিও না রাখিয়া ফাঁকা,
ব্যর্থ হয়ো না উদ্দেশ্যহীনতায়।
তাতে আমি হইয়া খুশি,
মূল্য বুঝে কম বেশি,
রাখবোনা কো গড়ের আওতায়।।
এইতো মোদের মনের আশা,
দূর করিলে সর্বনাশা,
তাবে রাখবো মাথায় করে।
বাঁচবো মোরা যতদিন,
রাখবো প্রেম প্রিতি সীমাহীন,
students teachers একে অপরে।।