(3) ★ব্যস্ত আমি★
ব্যস্ত আমি মোর পাড়ায়।
কামান গোলায় মশা তাড়ায়।
মস্তানের      মস্তান        আমি।
আমি মানেই মশা মাছি বিপদ গামী।
ইঁদুর দেখে ভয়ে পালায়।
তারে আটকায় যে কোন শালায়।
ভাবলে আমি রাম ছাগল।
তাতে ব্যস্ত আজি কত পাগল।
কামান গোলা ব্যর্থ আজি।
মশার জ্বলায় দেশ পাজি।
বিড়ালের সাথে বন্ধু করি।
ইঁদুরের আশায় পাছে ধরি।
ইঁদুর দেখে মারল থাবা।
যেমন গোরু ফেলতে মই দাবা।
ইঁদুর গেল পালিয়ে।
বিড়াল কে লালিয়ে।
ক্ষিপ্ত তেজে বিড়াল বাবু।
আজকে তারে করবে কাবু।
খানেক পরে কুট কুট কুট।
বিড়াল দেখে আবার ছুট ছুট ছুট।
ইঁদুর কি মামলি ধন?
এ কথা বুঝবে কত জন?
এই পৃথিবী কার বসে?
যার সাঁড়াতে পাহাড় ধ্বসে।
বুঝলে কি কথার চাল।
ইঁদুর হল সেই মাল।
ব্যস্ত আমি দেখতে শুনতে।
উপরে তাকিয়ে তারা গুনতে।
যা দেখে চোখ যায় ধাঁধিয়ে।
হাসি পেতে মন কে কাঁদিয়ে।
ব্যস্ত আরও কেল্লা বাবু।
জীবন দিতে হয় যে কাবু।
তার কে নিজ,কে পর?
অকাজে আছে চরাচর।
উৎপাত যাতে তাতে।
মরন তার হাতে হাতে।
মরে তার লাভ নেই।
কোথাও তার ঠায় নেই।
মাটিও তো হয় না।
পিঁপড়েও ছয় না।
পড়ে রয় চিরদিন।
পাপ কি তার সীমাহীন?
তার আগেই সময়ই শেষ তো।
তাই আমি সে নিয়ে ব্যস্ত।          
                (কালাম হাবিব)
                        (১৯/৫/২০১৮
         (সাহাবান চক,বেদরাবাদ,মালদা)