★চশমা ব্যবসায়ী আমি★
              (কালাম হাবিব)(35)
              (০৮/০৯/২০১৮)
"""""""""""""""""""""""""""""""""""""""
ও... চশমা দেখো....... তুমিই দেখো
আজ সবাই, সবই প্রায় অন্ধ।
মিটেনা, ভুলেনা শুধুই
অনুভব করে একটা
মোহের গন্ধ।।
ও.... চশমা দেখো, চোখে কাজ
করেনা, কিন্তু নাক
কখনো গন্ধের মোহ ভুলেনা।
ও চশমা দুঃখ কি তোমার
না ওই অন্ধ নয়নের?
কেন তাদের স্মরণে নেই?
সেই চির শয়নের।
কেন নীরব চোখ?
উত্তর দাও চশমা
ও বুঝেছি তুমিও
নীরবচারী নিঃস্ব লোক।
তুমি কি একাকী অনুভব করছো
নাকি চোখের ওপর
নাকের ডগায় বসে
অন্ধ লোকের মন্দ কাজে
সঠিক তুলে ধরছো।
না হলে চোখের দোষ
ও চোখ তোমাকে কি
দেই নি আল্লাহ
দেখবার শক্তি কোষ?
না না তা তো দিয়েছে
কিন্তু। কিন্তু কী?
ও তাহলে কি চশমা?
হ্যাঁ সেইতো চোখের ওপর
নাকের ডগায় বসে,
ধ্বংসের ঠিকে নিয়েছে।।
তাই তো দেখ একে একে
সব কিছু পড়ছে যেন খসে।
শুধুই কি ব্রীজ আর ব্যারেজ
এক বার নির্ভয়ে বল,
আরও যে  কত চোখেরজল।
দেখতে পাচ্ছে না ওই
চশমাপরা মুর্খের দল।।
পাচ্ছে না উপায়
নিচ্ছে না সাবধানতা!
কেন? কারণ খসে পড়ে গেছে
মানুষের মনুষ্যত্ব আর
মানবের মানবতা!
আর থাকবো না নীরব
জাগ্রত হবো নতুন চশমার সঙ্গে,
ব্যস্ত হবো ওই মোহ, লালসা ভঙ্গে।
হবো চশমা ব্যবসায়ী
ঘুরবো সারাবিশ্ব, তো
বেশিরভাগই থাকবো এ বঙ্গে।।