★ভুলা সমাজ★(৪৭)
পীর পন্থি, বিষ গ্রন্থি,
তারা নাকি সমাজ দূষেছে।
বলে শত, আলেম যতো,
তারা মনে হিংসা পুষেছে।।
কাফেরের দল, নিয়ে শক্তি বল,
মনে মনে মিঠি মিঠি হাসে।
টাকার চলনে, ভন্ডের বলনে,
সাধারণ মানুষ গুলা ফাঁসে।।
লম্পট সমাজ, জানেনা নামাজ,
ইসলাম ধ্বংসের ঠিকে নিয়েছে।
এইতো স্রষ্টা, দেখছে পথ ভ্রষ্টা,
একটু সময় তাদের ধার দিয়েছে।।
এরই মাঝে, বাজনা বাজে,
রঙ্গ তামাশা, ব্যভিচারে মাতে।
জানেনা তারা, মন দিশেহারা,
আমল ছাড়া কিছু নাই দুনিয়াতে।।
ব্যস্ত ধ্বংসে, নিজেরই বংশে,
মুখে মুখে বিষ গুলেছে।
শয়তানি প্রীতি, হারাইয়াছে স্মৃতি,
আসলে তারা আল্লাহর বাণী ভুলেছে।।
[৩০/০৯/২০১৮]
[১.২২pm]by KALAM HABIB