“বাসা ভাঙা পাখি”
"""""""""""""""""""""""
নীড় ভাঙা একটি পাখি
বন্ধ করে দুটি আঁখি
বসে বসে কাঁদে।

দুঃখের কথা ভাবতে গেলে
স্বপ্নে তাহার নয়ন মেলে
কত সুখের ঘর বাঁধে।

চোখের জলে ভিজে মাটি
খুঁজে পায় সুখের পরিপাটি
সঙ্গী হয়ে পূর্ণিমা চাঁদে।

তাহার আনন্দের নাই শেষ
ঝলকায় নতুন রূপের বেশ
দেখে যেন চক্ষু ধাঁধে।

আশেপাশের বিহগ যত
তাহার রূপে অবিরত
ঘুরে ফিরে উন্মাদে।

হঠাৎ তাহার স্বপ্ন শেষে
মন যায় হাওয়ায় ভেসে
চোখ খুলে কাঁদে।

যতই তাহার অঙ্গ ভেজে
ছাড়ে নাই আশা, সে যে
একখান বাসা খোঁজে।

উড়ে বেড়ায় অবিরত
ছিন্ন ভিন্ন দুঃখির মতো
এখনও যে।
।।।।।।।।।।।।[১৬/১২/২০১৮]