★পেট★(৪৮)
""""""""'""''''"""
কালাম হাবিব
"""""""'""""""""""""
ধনী-গরিবে তর্ক বেধেছে,
তখন মোর মন কেঁদেছে।

ধনী বলে ওই মিডিয়া গুলো,
তারা নাকি ভোলা ভুলো,
মোদের প্রচার ছেপেছে।
গরীবের দল,
নিয়ে শক্তি বল,
এখন তারা খেপেছে।।

প্রায় নয় অহরহ,
গরীব- ধনীর কল্পনা জুটছে।
মাঝখান থেকে
মধ্যবৃত্ত মজা লুটছে।।

হাসি নয় প্রতিবাদে,
কবিরা বলছে।
আমাদের কলম,
এখন দুই দিকে চলছে।।

সমাজ খাঁ খাঁ করে বলে,
আমার প্রচুর তৃষ্ণা পেয়েছে!
অনেক কলম কতই না
এর বন্দনা গেয়েছে।
তবুও তারা সূর্যে ধেয়েছে।।

সূর্য দেবে পুড়িয়ে,
একটু ফিনকি উড়িয়ে।

হয়না এখন  ভালো মন্দ দর্শন,
সমাজে হয় কুনীতি বর্ষণ।
পালেপালে বিছায়েছে দন্দ,
দোষিতেছে কর্ম সবে  মন্দ।
বলি আমি খাওয়া সবে করিও আগে বন্ধ।।
কেন?
দন্দ নয় এখন মানুষের পেট বেড়েছে।
এতেই সমাজের শান্তি কেড়েছে।।

           [৩০/০৯/২০১৮]
                  [৬.২২pm]
------------********----------