****আশ্বিনের ঘনঘটা****
*****১৭/০৯/২০১৯ ******
মাত্রা -৪+৪+৪+১
""""""""""""""""""""""""""""""""""""
লিখব আমি একটি ছড়া
কলম তুলে সুর।
মন ভাসাবো মুক্ত পবন
দুঃখ করব দূর।
আশ্বিন মাসের খুনসুটিটা
ধরবো তুলে ভাই।
নর্দমাতে আমি যেন
দেবীর দেখা পাই!
শিশির ভেজা সাত সকালে
দিচ্ছে আশ্বিন হাঁক।
আমায় নিয়ে ছড়া এবার
শুরু করা যাক!
পুব গায়ের মদন বাবু
মাথায় বড়ো টাক।
আশ্বিন মাসে দুর্গা আসে
পাড়ায় বাজে ঢাক।
মদন বাবুর পটকা বাজি
ভয়ে সারাক্ষণ।
পদ্মা পাতায় দোলে দোলে
দেবীর আগমন।
বাকি নাই আর কেনাকাটাই
রং বাহারি সাজ।
দুঃখ গুলো ভুলছে আজি
সুখের পড়ে তাজ।
ঘরে উঠছে নতুন ধুতি
নতুন শাড়ির গাঁট
ছোটরা সব বায়না ধরে
কেঁদে বাধাই হাট।
দুষ্টরা সব মেতে গেছে
নেইকো চোখে ঘুম।
বাড়ি বাড়ি উখড়া মুড়ি
দুর্গা পুজোর ধুম।
আর যে কত দুধের পায়েস
হাঁড়ি ভরা দই।
সারা বাড়ি ছড়াই দেখি
বিন্নি ধানের খই।
পয়সা যাদের পকেট ভরা
মাংস ভরা বোল।
কারো ঘরে বেজায় কঠিন
ইলিশ মাছের ঝোল!
তিনটি দিনের পালায় ভরা
দেখো তাদের কাজ।
আনন্দে তো মাতোয়ারা
পাড়ায় সবে আজ।
ঘড়ির কাঁটা হৈ-হুল্লোড়ে
রকমারি রব।
ক্লান্তিতে তো ভাষা হারায়
নেচে নেচে সব।
এই তো দেখি ঘোর আশ্বিনে
সনাতনী মন।
তিন দিনের ওই ঘনঘটা
বিরহে সবক্ষণ।
-------------------কালাম হাবিব