(5) ★পান্তা ভাত★
                  

আমার ওপর নায় যে কারো করার জোরা জুরি।
তাই যে আমি স্কুলেতে না গিয়ে সারাটাদিন করি ঘোরাঘুরি।।
মায়ের ভয়ে আমি আবার কিছু করি লেখা লেখি।
আর একটু ফাঁক পেলেই পারে সিনেমা আর সিরিয়াল করি দেখা দেখি।।
সিনেমা,সিরিয়াল দেখতে দেখতে বড্ড ক্ষিদে পাই।
আর রেমন্টটাকে ফেলে আমি দ্রুত খাবার কাছে যাই।।
ভাত দেখছি হাঁড়ি ভরা তরকারিতে খালি।
স্কুলেতে না যওয়ায় মা দিল যে গালি।।
মা যে আমায় বকে দিয়ে রাঁধতে লাগাল তরকারি।
নাই যে আমার বাবার শ্রাদ্ধ তাকি আমি পারি।।
রাগ চড়েছে মাথায় আমার পাইনি খুঁজে নুন।
ভুল করে যে আমি কখন তরকারিতে দিয়ে দেছি চুন।।
হাঠাৎ দেখে মা বলল তরকারি কেন সাদা?
এক চড় কষিয়ে দিল, হবেনা তোর রাঁধা।।
রাগ করে যে আমি তখন খেলাম নাকো ভাত।
সেদিন যেন ক্ষিদের জ্বালায় কাট ছিল না রাত।।
হঠাৎ করে কাছে গেলাম, পান্তা ভাতের হাঁড়ি।
তাতেই আমি হাত ডুবিয়ে খেতে লাগলাম তড়াতাড়ি।।
তখন হাতের কাছে নুনও পেলাম না শুধু পান্তা ভাতের হাঁড়ি।
পান্তা বাসি যাই হোকনা কেন্ যায় নাযে তার ছাড়া ছাড়ি।।
------------------<[৫/৫/২০১৭]>----------------------
___________[কালাম হাবিব]_____________
     (সাহাবান চক,বেদরাবাদ,মালদা)