ব্যক্তিগতভাবে আদায় হয়না যাকাত
সংঘবদ্ধভাবে হয়
শরিয়তের নির্ধারিত ৮টি খাতের
বাহিরে যাকাত নয়।

সম্পদের আছে হক
গরীবেরও আছে
সংঘবদ্ধ যাকাত দিয়ে
পৌঁছাবো তাদের কাছে।

দূর হবে দ্রারিদ্যতা
আসবে সমাজে সুখ
রাষ্ট্র হবে অভাব মুক্ত
থাকবে হাসিমুখ।