এ জগতে আপনি হয়েছেন ধনী
স্রষ্টা সম্পদ করেছেন দান
আপনার সম্পদে লুকিয়ে আছে
শত মানুষের কল্যাণ।

এ জগতে আছে কত সুবিধা বঞ্চিত
দু'বেলা খেতে না পেয়ে দ্বারে দ্বারে ঘুরে
সয় কত লাঞ্ছনা কত অবহেলা!
লাথি গুতা খেয়ে জুড়ায় পেটের জ্বালা।

গরীব বলে গালি দেন কতজনারে
ধনী হয়েছেন আপনি কার অনুগ্রহে?

আপনার সকল সম্পদে ওদেরও হক আছে
করিলে আদায় হক খেয়ে তারা বাঁচে
থাকিলে সম্পদে তাদের অংশ
আপনার সম্পদ হবে ধ্বংস।
আল্লাহর কাছে গরীব-ধনী সবাই সমান
দূরত্ব দূরীকরণে দিয়েছেন বিধান।

দ্রারিদ্য বিমোচনে রয়েছে যাকাত
বাড়িয়ে দিন হে ধনী আপনার হাত
একশতে আড়াই টাকা খুবই নগণ্য
অতটুকু দিয়েই আপনি হোন ধন্য।

যাকাত দিলে সম্পদ বাড়ে পবিত্রও হয়
বিশ্বাসীদের মনে তাই থাকেনা কোন ভয়
ধনী গরীব ভেদাভেদ দূর যে হয়
মানুষের মাঝে শান্তি বিরাজ লয়।