পদ পদবি যাই হোক আমি করি কাজ
কাজ করিতে কখনো আমার হয়না কোন লাজ ।
ইচ্ছেমতো যখন তখন এটা সেটা করি
নিজের ভালো বুঝেই তবে আনন্দেতে লড়ি ।
পরের দিকে তাকিয়ে বল আমার কী লাভ!
নিজের কাজের মাঝেই দেখি আছে মুক্তিলাভ
নিজের খাই তাই বলে কী দেখবো না অন্যেরে?
পরের কল্যাণে কাজ করিলেই তো সুখ আসেরে ।
যুদ্ধ হবে আপন মাঝে অন্যের সাথে নয়
আপনকে করিলে জব্দ তবেই আসবে জয় ।
পরের ধনে আসক্ত না হয়ে যদি করি তারি কাজ
এটাই হবে স্বর্গ পাওয়া গর্ব করিবে সমাজ ।
আপন কাজের বন্দনা করো আপনকে কর রাজি
আপন কাজের মাঝেই পাবে আপন গড়া কাজী ।
সৃষ্টির কল্যাণে কর কাজ বিধাতাকে করতে খুশি
আপন মাঝেই ডুবে গেলেই রাস্তা পাবে হাসি ।
পদ পদবি ভুলে যাও ভুলে যাও পার্থিব সবকিছু
সুখ পাবে গো সুখ পাবে থাকবেনা চাওয়ার কিছু ।
এ জগৎ ক্ষণিকের বুঝেও করি শুধু পাপ
তিনি চাইলে কেবল পাইতে পারো মাফ ।
সময় থাকিতেই তাই করি তারি বন্দনা
এটাই হোক প্রথম চাওয়া করি তারি আরাধনা।