দিবালোকের মতন সত্য তুমি চেয়ে আছো অপলক
সফেদ থেকেও বেশি অনন্ত বেশি প্রাণবন্ত কনক
আরও দীঘল মেঘের কালো ছায়ায় বিস্তৃত তোমার বাহুবল
হে প্রিয়, প্রিয়তমা!
কতদিন তোমায় দেখিনি দু-চোখ মেলিয়া
ভারাক্রান্ত মন শুধু আচানক পিছু থেকে ডাকিয়া বলেছিলো, তুমি নেই!
ভোরের দোয়েল বুলবুলিটাও কখনো আমাকে বলেনি, তুমি নেই!
আমার ভুলে যাওয়া প্রতিটি মুহূর্ত, প্রতিটি কণা বিন্দু
শাণিত সুরে বেজে উঠেছে বারংবার কিন্তু
কখনো বুঝিনি যে, তুমি নেই!
হঠাৎ ঝাপটা ঝড়, একটি দুঃসহ বাতাস, শিউরে উঠা
প্রতিটি ঘাসের কণা আজ কেন বলছে, তুমি নেই?
হে প্রিয়তমা! আমি মানি না যে, তুমি নেই!
তোমার অস্তিত্ব, তোমার আকুলতা, তোমার দুঃসহ স্মৃতি
প্রতিনিয়ত আমাকে আলোড়িত করছে
আর বার বার মনে করিয়ে দিচ্ছে তুমি আছো!
তুমি আছো!! তুমি আছো!!
আমার হৃদয় মন্দিরে
আমার সারা অস্তিত্ব জুড়ে আমার হৃদয়পটে।
হে প্রিয়তম! তুমি আছো এ ভুবন জুড়ে।