বার বার প্রতিবার করি শুধু ভুল
ভুল থেকে রেহাই পেতে খুঁজি নানা কূল
কূল পেয়েও স্বভাবতই করি আবার ভুল
সে ভুলের ক্ষমা পেতে হই যে আকুল।
মানুষ সেরা তাই ভুল করে ক্ষমা চায়
ভুল করেও শয়তান কভু নত নাহি হয়
শত্রু হয়ে সারা জীবন সে বেঁচে রয়
তাদের থেকে বাঁচতে স্রষ্টা সচেতন হতে হয়।
বেশি ভুল করে যারা হীনমন্যতায় পড়ে তারা
ভুলের পর ভুল দিয়ে সাজায় আপন ঘর।
বিধির হাতে ছেড়ে দিতে তাদের অনেক ভয়
উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে ব্যস্ত রয়।