জ্ঞানী চোখে জ্ঞান দেখে
মূর্খ দেখে কালো
জ্ঞান বিকাশে নিঃসন্দেহে
জ্ঞানী অনেক ভালো।

মূর্খ চোখে ধূলো দেখে
জ্ঞানী দেখে আলো
অবিদ্যা ছড়াতে নিঃসন্দেহে
মূর্খ অনেক ভালো।