শীত তুমি চলে যাও তোমায় দিলাম বিদায়
তোমার দুঃখ কষ্ট যত বুক চিড়ে নাও তত
দু’হাত বাড়িয়ে মোরা করবো সদাই
ঋতুরাজ বসন্তকে।
তোমার চরণধূলি ফুলে ফুলে সবগুলি
রাঙ্গিয়ে উদ্যান রাঙ্গিয়ে সদন
প্রকৃতির বুকে আনিব সুখে
সাজাবো বাগিচাকে।
ঝড়ে যাওয়া পত্ররাজি ভরে যাবে জানি আজি
ফুটবে নবরুপে আপন অলঙ্কারে
নবরবির আলোতে উঠল জেগে
প্রভাতবেলা।
হলুদ শাড়ী পড়িয়া নবীন হাত ধরিয়া
প্রকৃতির অনুসারী তৃষ্ণার বারি নিয়া
ডাকি আগামী ফেলি ভূত
ভাসাই নতুন ভেলা।
চাদরের ভাঁজে লুকানো আদর
সবই ফেলি আজি করি যে কদর
অনন্ত অসীমের মাঝে খুশির ডঙ্কা বাজে
আনন্দের হাতছানি।
মেলার আনন্দ লয়ে সুখের জোয়ার বয়ে
আপন কাতরতা ভুলে নতুনের চোখ ছুঁয়ে
আজি ডাকি তাকে জুড়ে আছে সে
স্বপ্নীল বসন্তে।
শীত তুমি চলে যাও চলে যাও দূরে
কখনও যাবোনা মোরা তোমার স্মৃতি ভুলে
তুমি তো নতুন দিনের নতুন রাজরাণী
আজি বরিলাম তব হে ফাল্গুনী।