মা ও চারটি শিশু একটি দূর্ঘটনা
ঘটে গেলো ক'দিন আগে বাড়ালো যাতনা
সারা দুনিয়া অস্থির জেনে কি না কি হয়?
আচমকা সবার মাঝে জেগেছে নানান ভয়
বিধ্বস্ত হলো উড়োজাহাজটির বহরে
কলম্বিয়ায় আমাজন জঙ্গলের গভীরে।

আমাজন জঙ্গলটি নয়তো বড় ছোট
সেনা সামন্ত ও কুকুর লেলিয়ে চলল উদ্ধারকৃত
খুঁজে পেল সেই শিশুদের নতজানু করে
একদিন নয় দুদিন নয় ৪০ দিন পরে।
আরটিভিসিতে তাহা বহুল সম্প্রচারিত হলো
কোন এক সাক্ষাৎকারে উদ্ধারকর্মী বলিল।  

দুটি শিশুর একটিই বুলি ক্ষুর্ধাত সবার
মা মরেছে চারদিন পর বিধ্বস্ত হবার
বলে গেছেন মা জননী একটি কথা দামি
বের হতে হবে এখান থেকে যে করেই হোক জানি
তব পিতা স্নেহশীল আমার মতোই মিশে
সযতনে করবে বড় তোমাদের ভালোবেসে।

বড় মেয়ে লেসলি কোলে নিয়ে ছোটো জনে
উদ্ধারকর্মীর নিকটে ছুটিল আশা জাগিল মনে
উদ্ধারকর্মীটি ছিল খুব ইতিবাচক মানুষ
কোথায় কী বলতে হবে ছিল যে তার হুঁশ
মিশে গেল তারা সেই শিশুদের সনে
গান গেয়ে মাতিয়ে রাখিল তারি শিশু মনে।

নানির অনুপ্রেরণা আর অভিজ্ঞতার ছলে
৪ টি প্রাণ বেঁচে গেল সেই কৌশলে
ছোটবেলায় শিখেছিল যা নানির কাছে
গভীর জঙ্গলে মাছ শিকার কাজেতে লেগেছে
আরো শিখেছিল খাবার সংরক্ষণের উপায়
মনে রেখে কৌশল বেঁচে ছিল তাই।

বীজ ফল শিকড় বাকড় যা পেয়েছে খেতে
তাই খেয়ে বাঁচার জন্য যুদ্ধে নেমেছে মেতে।
এমন পরিণতি হবে কেউ কী ভেবেছিল আগে?
ভাবিলেই এমন দৃশ্য শরীরে শিহরণ জাগে
যে রবে বেঁচে এ ধরণীতে তারি তো সুযোগ বটে
এমনি করেই জীবন মাঝে নানা ঘটনা ঘটে।

পুরো জাতি মহাখুশি অলৌকিক বলে ধন্য
চারটি প্রাণ বেঁচে গেলো দয়াময়ের জন্য
উদ্ধার করে নেয়া হলো হাসপাতালেতে
ভালোবেসে সর্বোত্তম চিকিৎসা সেবা দিতে।
এখন তারা ভালো আছে সুস্থ হবার পথে
বাবা পেলেও মাকে হারাল নিঠুর দূর্ঘটনাতে।